মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার
বিস্তারিত
২৪/০২/২০২৩ ইং তারিখে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মিয়াারুল ইসলাম মিয়া (৪৭) নামের একজনকে গ্রেফতার । শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রাম থেকে মিয়াারুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মিয়ারুল ইসলাম কামদেবপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই খসরু আল মামুনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কামদেবপুর গ্রামের একটি আম বাগানে অভিযান চালিয়ে মিয়ারুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছে থাকা নীল ঢাকনাযুক্ত সাদা রঙের একটি প্লাস্টিকের কৌটার মধ্যে ১৮০ পিস ইয়াবা ও হাফ গ্রাম হেরোইন উদ্ধার করে।এ ঘটনায় মিয়ারুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০ (ক) এবং ৮ (ক) আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।