অদ্য ১০/০৩/২০২৫ ইং তারিখ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , গাংনী, মেহেরপুর জনাব প্রীতম সাহা স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মেহেরপুর কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে মেহেরপুর, গাংনী থানাধীন বামুন্দী বাসষ্টন্ড পাড়াস্থ মোঃ তরিকুল ইসলাম (৩২) কে ইয়াবা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় । মোঃমোঃ তরিকুল ইসলাম (৩২) কে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০(দু্ইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড প্রদান পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস