শিরোনাম
১২/১১/২০২৪্ইং তারিখ মাদকবিরোধী অভিযানে ০৬ বোতল ফেনসিডিল এবং PULSAR-150cc মোটরসাইকেল একটি ও মোবাইল ০৩ টি উদ্ধার সহ ০২(দুই) মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বিস্তারিত
অদ্য ১২/১১/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুর কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৬ বোতল ফেনসিডিল এবং PULSAR-150cc মোটরসাইকেল একটি ও মোবাইল ০৩ টি উদ্ধার সহ আসামী ১। মোঃ মিনা আলী (৫৭) (গ্রেফতার), ২।মোঃ আনুয়ার হোসেন (৪৭) (গ্রেফতার) ০২(দুই) মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব মদন মোহন সাহা এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর জেলার সদর থানাধীন শালিকা গ্রামস্ত মোঃ জহির এর গরুর খামার এর দক্ষিণ পার্শ্বে ফাকা জাগায় দন্ডয়মান অবস্থায় আসামীদের দেহ তল্লাশী করে আলামত ফেনসিডিল উদ্ধার সহ আসামীদের কে গ্রেফতার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।