০৮/০৭/২০২৪্ইং তারিখ মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর হরিরামপুর সড়ক থেকে আরফিনাকে আটক করা হয়। আটক আরফিনা খাতুন বাজিতপুর পূর্ব পাড়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেমের নেতৃত্বে, সাব ইন্সপেক্টর মদন মোহন সাহা, এএসআই রুহুল আমিন, মো: রফিকুজ্জামান সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা সদর উপজেলার বাজিতপুর-হরিরামপুর সড়কের আরজতুল্লাহর বাঁশ বাগানের পাশের সড়ক থেকে আরফিনাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১৮ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস