২৫/৩/২০২৫ তারিখ গাংনী উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রিতম সাহা মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, গাংনী থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মেহেরপুরের সমন্বয়ে একটি টাস্ক ফোর্স টিম গাংনী থানার জেলা পরিষদ মার্কেটের নিলুফা ইয়াসমিন এর হাফিজ উদ্দিন হোমিও হল হতে ১০০ মি.লি. এর ৬২ বোতল অ্যালকোহল ৯৯% রেকটিফাইটি স্প্রিট ও তার নিজ দখলীয় বসত ঘর হতে ১০০ মি.লি. এর ৬ বস্তায় ১০৮২ বোতল অ্যালকোহল ৯৯% রেকটিফাইটি স্প্রিট সর্বমোট ১১৪৪ বোতল অর্থাৎ ১১৪.৪ লিটার অ্যালকোহল ৯৯% রেকটিফাইটি স্প্রিট উদ্ধার করা হয়। হোমিও হলের স্বত্বাধিকারী উদ্ধারকৃত মালামালের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উক্ত অপরাধের সাথে জড়িত থাকায় হাফিজ উদ্দিন হোমিও হলে স্বত্বাধিকারী নিলুফার ইয়াসমিন (৪৭) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জনাব মুঃ মিজানুর রহমান সহকারি পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেহেরপুর বাদী হয়ে গাংনি থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস