শিরোনাম
মাদক বিরোধী অভিযানে ০৯ ( নয়, কেজি) গাঁজা এবং TVS Stryker 125 cc মোটরসাইকেল ০১(এক) টি উদ্ধার সহ ০২ (দুইজনকে) গ্রেফতার করা হয় ।
বিস্তারিত
অদ্য ১৬/০৭/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুর কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৯ ( নয়, কেজি) গাঁজা এবং TVS Stryker 125cc মোটরসাইকেল ০১(এক) টি উদ্ধার সহ, (১) মো: রবিউল ইসালাম (৪০) (গ্রেফতার), (২)মোঃ সজীব সর্দার ওরফে সজীব পারভেজ (৩৬)(গ্রেফতার) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল হাশেম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর জেলার গাংনী থানাধীন মহেশপুর ডোবাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জোড়পুকুর-ষোলটাকা পাকা রাস্থার উপর দুই জন আসামী সহ আলামত উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।