শিরোনাম
তারিখ:-০৭/১১/২০২৪ইং মাদক বিরোধী অভিযানে ০৮ ( আট, কেজি) গাঁজা এবং নগদ:-৭০০০টাকা ও একটি পাখি ভ্যান , একটি মোবাইল উদ্ধার সহ ০৩ তিন জন কে গ্রেফতার করা হয় ।
বিস্তারিত
অদ্য ০৭/১১/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুর কর্তৃক মাদক বিরোধী অভিযানে ০৮ ( আট, কেজি) গাঁজা এবং নগদ:-৭০০০টাকা ও একটাে পাখি ভেন ,একটি মোবাইল উদ্ধার সহ, (১) মো: ইন্তাদুল ইসলাম ওরফে ইন্তাজ (৪৮) (গ্রেফতার), (২) তিলকজান (৪৫)(গ্রেফতার) , (৩) কোহিনুর খাতুন ওরফে কইতর(৫০)(গ্রেফতার), তিন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আবুল হাশেম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মেহেরপুর জেলার গাংনী থানাধীন ভোমরদহ পূর্ব পাড়া গ্রামে অভিযানে ভোমরদহ জোড়পুকুরিয়া পাকা রাস্থার উপর তিন জন আসামী সহ ০৮ (আট কেজি) গাঁজা এবং নগদ:-৭০০০টাকা ও একটি পাখি ভেন একটা মোবাইল সেট সহ উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।