"জীবনকে ভালোবাসুন
মাদক থেকে দূরে থাকুন"
এই প্রতিপাদ্য নিয়ে জেলার ০৪ উপজেলার ২৩ জন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মেহেরপুরে ৩১/০১/২০২৪ দিনব্যাপী মেন্টর প্রশিক্ষণ প্রদান করা হয়।
এতে মাধ্যমিক পর্যায়ের স্কুলের সহকারী শিক্ষকগন অংশ নেন। তারা নিজ নিজ প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতায় মেন্টর হিসেবে দায়িত্ব পালন করার লক্ষে মেন্টর প্রশিক্ষণ নেন।
প্রশিক্ষণে-
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক,মেহেরপুর,বিশেষ অতিথি ছিলেন শিক্ষা অফিসার, মেহেরপুর,
সভাপতিত্ব করেন সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মেহেরপুর।
আরও উপস্থিত ছিলেন-জেলা তথ্য অফিসার, মেহেরপুর, উপনুষ্ঠানিক শিক্ষা অফিসারে, মেহেরপুর, নিরাপদ খাদ্য অফিসার মেহেরপুর এবং পরির্দশক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মেহেরপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস