শিরোনাম
ডিএনসি_ মেহেরপুর # মাদকবিরোধী_মোবাইল_কোর্ট _অভিযান
বিস্তারিত
# ডিএনসি_ মেহেরপুর
# মাদকবিরোধী_মোবাইল_কোর্ট _অভিযান
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
অদ্য ১৯/১০/২০২৩ ইং তারিখ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট , মেহেরপুর জনাব মোছাঃ রনী খাতুন স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, মেহেরপুর কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে মেহেরপুর, মেহেরপুর সদর থানাধীন রাজাপুর রাজধানীপাড়া গ্রামস্থ আনারুল ইসলাম (৪০)কে হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা
হয়। বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় । আনারুল ইসলাম (৪০) ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০(পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড প্রদান পূর্বক মেহেরপুর জেল হাজতে প্রেরণ করেন।